ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

মেলায় ইমরান মাহফুজের ‘দীর্ঘস্থায়ী শোকসভা’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
মেলায় ইমরান মাহফুজের ‘দীর্ঘস্থায়ী শোকসভা’ ইমরান মাহফুজের প্রথম কবিতার বই ‘দীর্ঘস্থায়ী শোকসভা’

ঢাকা: অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে গবেষক ইমরান মাহফুজের প্রথম কবিতার বই ‘দীর্ঘস্থায়ী শোকসভা’। মেলা প্রাঙ্গণে বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জনপ্রিয় কথাসাহিত্যিক রকিব হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী।

ইমরান মাহফুজের কবিতা নিয়ে মন্তব্য জানান, অধ্যাপক সোয়াইব জিবরান, কথাসাহিত্যিক গওহর গালিব, কবি গিরিশ গৈরিক, কবি আলাউদ্দিন আদর, কবি সাইদুল ইসলাম প্রমুখ।

ইমরান মাহফুজ বলেন, দেশভাগ, ভাষা আন্দোলন ও স্বাধীনতার চেতনায় গভীর মনোযোগে হেঁটে যেতে চাই সারাবছর। দীর্ঘস্থায়ী শোকসভা বইটিতে স্থান পাওয়া কবিতাগুলো ২০০৬ থেকে ২০১৬ সালের মধ্যে লেখা। আমার দেখা মা-মাটি-মানুষ, নদী, নারী, প্রকৃতি, সমাজ ও রাষ্ট্র নিয়ে লেখা কবিতাগুলো।

এবারের মেলায় ৪টি বই আসছে ইমরান মাহফুজের। প্রথম কবিতার বই ‘দীর্ঘস্থায়ী শোকসভা’, সম্পাদনা মুক্তিযুদ্ধ: অজানা অধ্যায়, সম্পাদনা আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ, সম্পাদনা আবুল মনসুর আহমদ জীবনশিল্পী। সবগুলো বই একসঙ্গে বাংলা একাডেমির ভেতরে বহেরা তলায় ৭৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।