ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

‘নৈতিকতা ও সুশাসন’ বইয়ের মোড়ক উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
‘নৈতিকতা ও সুশাসন’ বইয়ের মোড়ক উন্মোচন ‘নৈতিকতা ও সুশাসন’ বইয়ের মোড়ক উন্মোচন

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের লেখা ‘স্পিকার ও ন্যায়পাল, নৈতিকতা ও সুশাসন’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে স্পিকার কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
 
এসময় স্পিকার বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

এ ধরনের উদ্যোগ  আমাদের নেওয়া উচিত। বইটি জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।  
 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজ, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।