ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বরিশালে সাত দিনব্যাপী বিভাগীয় বই মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, মে ৭, ২০১৭
বরিশালে সাত দিনব্যাপী বিভাগীয় বই মেলা শুরু বরিশালে সাত দিনব্যাপী বিভাগীয় বই মেলা শুরু-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশালে সাত দিনব্যাপী বিভাগীয় বই মেলা শুরু হয়েছে।

রোববার (০৭ মে) বেলা ১১টায় জিলা স্কুল মাঠে বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর। বইমেলার আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসন।

মন্ত্রী বলেন, বইমেলার মধ্যদিয়ে পাঠক ও ক্রেতারা তাদের পছন্দের বই কিনতে পারবেন। এজন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।  

জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, নগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হকসহ অন্যরা।  

‘চেতনার জাগরণে বই’ স্লোগানকে সামনে রেখে সাতদিনের এ বইমেলায় রাজধানী থেকে ৫১টি প্রকাশনী সংস্থা স্টল দিয়েছে।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমএস/আরআর/আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।