ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বইমেলা

গ্রন্থমেলায় ৮০ মিনিটে সমগ্র নজরুল!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
গ্রন্থমেলায় ৮০ মিনিটে সমগ্র নজরুল! নজরুল ইন্সটিটিউটের স্টল। ছবি: বাংলানিউজ

অমর একুশে গ্রন্থমেলা থেকে : অমর একুশে গ্রন্থমেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন পরিক্রমা নিয়ে ৮০ মিনিটের তথ্য চিত্র পাওয়া যাচ্ছে।

গ্রন্থমেলার দশম দিন শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে নজরুল ইন্সটিটিউটের স্টলের বিক্রয় সহকারী মোহাম্মদ রাসেল বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নতুন প্রজন্মের কাজে তুলে ধরার জন্য আমাদের প্রয়াস।

এই তথ্য চিত্রে নজরুলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এই তথ্য চিত্রের মূল্য রাখা হচ্ছে ১০০ টাকা।

মেলার স্টল দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় কবি নজরুল ইসলামের অসাম্প্রাদায়িক চেতনা, বাংলা সাহিত্যে তার অবদান তুলে ধরার উদ্দেশ্যে প্রতি বছর আমরা গ্রন্থমেলায় স্টল দিয়ে থাকি।

কবি নজরুলকে নিয়ে নির্মিত তথ্যচিত্র সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ ইকবাল বাংলানিউজকে বলেন, বর্তমান সময় হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। এ ধরনের তথ্য চিত্রের মাধ্যমে নতুন প্রজন্ম সহজেই নজরুল সম্পর্কে জানতে পারবে।

নজরুল ইন্সটিটিউট থেকে প্রকাশিত নতুন বইসমূহ হচ্ছে, ছোটদের নজরুল জীবনী, মানিক মুহম্মদ রাজ্জাক সম্পাদিত নজরুল আবৃত্তির কবিতা, জাগো সুন্দর চির-কিশোর, পুতুলের বিয়ে, ঝিঙে ফুল।

এছাড়া নজরুল ইন্সটিটিউটের স্টলে কবির উপন্যাস, কবিতা, নাটক, গল্পসহ নজরুল নিয়ে লিখিত বিভিন্ন ধরনের গ্রন্থ পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।