'দখল' মূলত পলিটিক্যাল থ্রিলার। যার কাহিনী গড়ে উঠেছে ঢাকার আন্ডার ওয়ার্ল্ড ও রাজনীতি নিয়ে।
তবে সব কিছু ছাপিয়ে দখলের মূল উপজীব্য বিষয় মানুষের ভেতরের পশুত্ব আবার পশুত্ব থেকে মনুষ্যত্বকে বের করে আনা। যার দীক্ষা দিয়েছেন লেখক অন্যতম প্রধান চরিত্র গডফাদার ডেভিডের পরিবর্তনের মধ্য দিয়ে।
চমৎকার সংলাপ আর প্রতি মুহূর্তের উত্তেজনা নিয়েই মেলায় চলছে 'দখল'। 'দারবিশ' এর মতো 'দখল'-ও পাঠককে টেনে নেবে বলেই লেখকের বিশ্বাস।
বইটি প্রকাশ করেছে নালন্দা। প্রচ্ছদ এঁকেছেন হাসিব উজ্জামান। বইমেলায় পাওয়া যাচ্ছে ২২৫ টাকায়।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
ইইউডি/এএ