ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় অয়ন আহমেদের 'রৌদ্রজলের কাল'

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
বইমেলায় অয়ন আহমেদের 'রৌদ্রজলের কাল' রৌদ্রজলের কালের প্রচ্ছদ ও অয়ন আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছে অয়ন আহমেদের কাব্যগ্রন্থ 'রৌদ্রজলের কাল'। ৩৮টি ভিন্নধর্মী কবিতার এ সংকলনটি কবির প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ।

'রৌদ্রজলের কাল' প্রকাশ করেছে জেব্রাক্রসিং প্রকাশন। পাওয়া যাবে বইমেলার ৬৬০ নং স্টলে।

লিটল ম্যাগ চত্বরে জেব্রাক্রসিংয়ের স্টলেও বইটি পাওয়া যাচ্ছে।

অয়ন আহমেদের জন্ম ১৯৮৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকা জেলার বংশালে। বর্তমানে তিনি ঢাকায় শিক্ষকতা পেশায় নিয়োজিত।

নিজের প্রথম কাব্যগ্রন্থ প্রসঙ্গে অয়ন আহমেদ বলেন, কবিতাই আমার কাব্য রচনার সবচেয়ে বড় অনুপ্রেরণা। নান্দনিক বর্ণনার বাইরেও একটি সত্তার আবির্ভাব এ বইয়ে পাওয়া যাবে। তাছাড়া বিভিন্ন ছন্দ নিয়ে এ বইয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।