ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় ভ্যালেন্টিনো

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
বইমেলায় ভ্যালেন্টিনো ভ্যালেন্টিনো প্রকাশনীর স্টল | ছবি: ডিএইচ বাদল

বইমেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলায় ভিন্নমাত্রা যোগ করেছে বিশ্ব ভালোবাসা দিবস। বইপ্রেমীদের পাশপাশি যুগলদের পদচারণায় মুখর হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। মাসব্যাপী বাঙালির প্রাণের উৎসব বইমেলায় প্রিয়জনকে উপহার দেওয়ার মতো বই নিয়ে এসেছে প্রকাশনী ভ্যালেন্টিনো।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৩৪২ নং স্টলে গিয়ে দেখা গেছে, রোমান্টিক ধরনের বিভিন্ন বইয়ের সমাহার রয়েছে প্রকাশনীটির।  

স্টলের কর্মকর্তা জুয়েল রানা জানান, ভালো লাগা থেকে এরকম নামকরণ।

আমাদের প্রকাশনীর বইগুলো পাঠকের দৃষ্টি কেড়েছে। বেশি বিক্রি হচ্ছে ‘মেঘ বালিকা’। ‘মধ্য বয়স’ বইটাও খুবই ভালো। এটির প্রকাশক হচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অব মেডিসিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ যায়েদ হোসেন। অধিকাংশ গ্রন্থেরই তিনি লেখক।  

এছাড়া আনোয়ারা সৈয়দ হকের লিখিত নিঃশব্দতার ভাঙচুর, তাহমিনা ফেরদৌস শুভ্রার মোহিনী। অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে, ইরানী মেয়ে, কবিতা রুখবেই সন্ত্রাস, সুস্থ থাকুন ভালো থাকুন প্রভৃতি।

স্টলটি থেকে মেঘ বালিকাসহ বেশ কয়েকিট বই কিনেছেন র‌্যাডিসন অ্যাপারেলস লিমিটেডের এমডি এমএ বারিক। বাংলানিউজকে তিনি বলেন, আজেকে এমনিতে ভালোবাসা দিবস। স্টলটি দেখেই চোখ পড়লো। চারটি বই পছন্দ হলো, নিয়ে নিলাম।

মগবাজার থেকে প্রিয়জন নিয়ে আসা মোহাম্মদ মোমিন বলেন, ‘মধ্যবয়স’ ও ‘বয়স কি হবে আঠারো’ বই দুটো কিনেছি। তাকে উপহার দিলাম।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।