ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বইমেলা

নাটোরে ৬দিনব্যাপী বই মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
নাটোরে ৬দিনব্যাপী বই মেলা শুরু মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। ছবি-বাংলানিউজ

নাটোর: নাটোর জেলা প্রশাসন ও ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে ছয়দিনব্যাপী একুশে বই মেলা শুরু হয়েছে। 

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কানাইখালি মাঠে এ বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।  

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. গোলাম রাব্বির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদ্য পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. আকরামুল হোসেন, এডিএম সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বানু, এনডিসি অনিন্দ্য মণ্ডল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু প্রমুখ।

 

এছাড়া বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেলায় মোট ৫০টি স্টল স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।