ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় মোস্তফা মামুনের ‘দুর্ধর্ষ তিন’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
বইমেলায় মোস্তফা মামুনের ‘দুর্ধর্ষ তিন’

...‘খুব একটা জটিল ধাঁধা ধরেছি। সক্রেটিস পারছেন না।’ ‘এ জন্যই তাহলে এমন হাসি?’ ‘হ্যাঁ। সক্রেটিসকে আটকে ফেলেছি। এখন হাসব না?’ বললাম, ‘মামা, তোমার এক বন্ধু এসেছিল।’ ‘আমার বন্ধু? নামটা কী?’ ‘সাব্বির।’ শক খাওয়ার মতো চমকে ওঠে মামা। বলে, ‘হতেই পারে না।’ ‘হতে পারে না! কেন?’ ‘কারণ, সাব্বির ১০ বছর আগে মারা গেছে।’

১০ বছর আগে মারা যাওয়া সাব্বির কিভাবে আসতে পারে? রহস্যের এই জাল খুলতে হাতে নিতে হবে ‘দুর্ধর্ষ তিন’। এক মলাটে তিন কিশোর উপন্যাস প্রকাশ পেয়েছে বলে বইটির নাম দেওয়া হয়েছে ‘দুর্ধর্ষ তিন’।

লিখেছেন বাংলা সাহিত্যাঙ্গনের পরিচিত নাম মোস্তফা মামুন।  

মামুন হোসাইনের প্রচ্ছদে এবারের অমর একুশে গ্রন্থমেলায় উপন্যাসটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স। এটি পাওয়া যাচ্ছে বইমেলার ২৩ নম্বর প্যাভিলিয়নে।

পেশায় সাংবাদিক হলেও নিপুণ হাতে সাহিত্যচর্চার মধ্য দিয়ে মোস্তফা মামুন পৌঁছে গেছেন বাংলা সাহিত্যের পাঠকদের আঙিনায়। কিশোর সাহিত্যের পাশাপাশি তিনি একাধারে লিখছেন বড়দের জন্যও। এবারের গ্রন্থমেলায় ‘দুর্ধর্ষ তিন’ ছাড়াও আরও চারটি নতুন বই এনেছেন মোস্তফা মামুন।  

‘দুর্ধর্ষ তিন’ উপন্যাসের ভূমিকায় মোস্তফা মামুন বলেছেন, ‘দুর্ধর্ষ তিন’ নামেই বোঝা যাচ্ছে এটা তিনজন কিশোর বয়সীর বীরত্বের কাহিনি। কিন্তু এর মধ্যে একটা ব্যতিক্রমী ব্যাপার আছে। তিনজনের মধ্যে একজন কিশোরী। ’

‘কিশোর উপন্যাস মানেই কিশোরদের কীর্তিগাথা; আমার ক্ষেত্রেও খুব বেশি ব্যতিক্রম হয়নি, আমাদের সমাজ বাস্তবতায় কিশোরদের পক্ষে যারা করা সম্ভব কিশোরীদের পক্ষে সাধারণত তা সম্ভব নয়। কিন্তু লেখকদের তো সুযোগ আছে সেই বাস্তবতা অস্বীকার করে স্বপ্নের বাস্তবতা তৈরির। তাই ‘ডানাকাটা রত্না’ নামের উপন্যাসটিতে রত্না নামের এক কিশোরীই ঘটনার কেন্দ্রবিন্দুতে। অন্য রকম ঘরানার বলে লেখাটা লিখতে কষ্ট হয়েছিল একটু বেশি। শেষ করার পর তৃপ্তিটাও তাই অনেক বেশি। এর সঙ্গে ‘টিফিন পিরিয়ড’ এবং ‘ভাইস ক্যাপ্টেন’। কিশোরদের দুরন্তপনার গল্প কিন্তু এর মধ্যে রহস্য আছে, রোমাঞ্চ আছে, উত্তেজনা আছে এবং এর চেয়েও বেশি আছে মানুষের প্রতি ভালোবাসা। ’

‘এই এক জায়গায় তিনটি কিশোর-কিশোরী উপন্যাস একরকম। দুরন্তপনার গল্পের মধ্যে মানুষের বা সমাজের প্রতি ভালোবাসার প্রকাশ। আর তাই তিনটা ঢুকে পড়লো এক মলাটে; মিলে হয়ে গেল ‘দুর্ধর্ষ তিন’।

এবারের মেলায় মোস্তফা মামুনের প্রকাশিত অপর চারটি বই হলো ‘রাজু ভাই মাইনাস শেলী আপা’ (হাসির উপন্যাস, অনন্যা প্রকাশনী), ‘বুলেট কীর্তি’ (কিশোর উপন্যাস, অনন্যা প্রকাশনী), ‘লেবাননী জাদুকর’ (গোয়েন্দা তনু কাকা সিরিজ, পার্ল পাবলিকেশন্স), ‘পরের প্রজন্মের বঙ্গবন্ধু পাঠ’, (কলাম সঙ্কলন, বর্ষাদুপুর প্রকাশনী)।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।