ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

চুয়াডাঙ্গায় একুশে বইমেলা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
চুয়াডাঙ্গায় একুশে বইমেলা উদ্বোধন

চুয়াডাঙ্গা: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংসদ সদস্য সোলাইমান হক জোয়র্দ্দার ছেলুন, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

জেলা প্রশাসনের আয়োজনে মেলায় জেলার অর্ধশতাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে। স্টলেগুলোতে ভাষা আন্দোলনসহ বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম নিয়ে বরেণ্য লেখকদের লেখা বই স্থান পেয়েছে। মেলার সমাপনী হবে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।