ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

বইমেলা

ভোলায় সাতদিন ব্যাপী একুশে বইমেলা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ভোলায় সাতদিন ব্যাপী একুশে বইমেলা উদ্বোধন

ভোলা: ভোলায় সাতদিন ব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. মাসুদ আলম ছিদ্দিক।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ওবায়দুল হক কলেজ মাঠ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (এসপি) মো. মোকতার হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলায় ২৭টি স্টল বসেছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে। ২৭ ফেব্রুয়ারি (বুধবার) মেলার সমাপ্তি ঘটবে।

এদিকে মেলার প্রথমদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটেছে। দূর-দূরান্ত থেকে আসা বইপ্রেমী মানুষ মেলায় ভিড় জমাচ্ছেন মেলায়। দর্শনার্থীদের আগমনে জমে উঠেছে মেলায় প্রাঙ্গণ।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।