ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

বইমেলায় মিজাহারুলের ‘মৃন্ময়ী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
বইমেলায় মিজাহারুলের ‘মৃন্ময়ী’ মৃন্ময়ীর প্রচ্ছদ

ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ প্রতিশ্রুতিশীল কবি মো. মিজাহারুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘মৃন্ময়ী’। 

নদী, মা, বৃক্ষ, পাখি, কল্লোলিত জীবন, মৃত্তিকা ছাড়াও সমসাময়িক বিষয় ফুটে উঠেছে কবির এই গ্রন্থে। প্রায় অর্ধশত কবিতা স্থান পেয়েছে কবিতার এ বইটিততে।

 

কবিতার বই ‘মৃন্ময়ী’ প্রকাশ করেছে আফসার ব্রাদার্স। একুশে বইমেলার ৫২১-৫২৪ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

কবি মো. মিজাহারুল ইসলামের জন্ম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামে। মরহুম সোনা মিয়া ও সাজেদা আক্তারের কনিষ্ঠতম সন্তান মিজাহারুল ২০০১ সালে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৩ সালে কেন্দুয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও ২০০৮ সালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন।

২০১২ সালে ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি সাব-রেজিস্ট্রার পদে কমর্রত। তার স্ত্রী উম্মে সালিক রুমাইয়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেট জেলায় কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
টিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।