ঔপন্যাসিক সাঈদ আজাদের ভাষায় ‘বিষণ্ন জোছনা’ হয়তো ভালোবাসার গল্প। হয়তো স্বার্থের গল্প।
তার মতে, ভালোবাসা! অদেখা অমূল্য অনুভূতি। ভাগ্যবান সে, সত্যিকারের ভালোবাসা জীবনে যে পায়! মানুষ মাত্রই ভালোবাসার কাঙ্গাল। কেউ বুঝতে শেখার পর থেকে খুঁজতে থাকে ভালোবাসাকে। কেউ ভালোবাসা পেয়েও অবহেলায় এড়িয়ে যায়। কেউ বুকের মধ্যে প্রবল তৃষ্ণা নিয়ে প্রতীক্ষায় থাকে, কখন ভালোবাসা তার বুকের দরজায় কড়া নাড়বে।
ঠিক তেমনি ‘ বিষণ্ন জোছনা’র ম্লান আলোতে ভালোবাসার স্বরূপ খুঁজে বেড়ায় বায়জিদ। জামান। ভালোবাসার অপেক্ষায় দিন কাটে জোনাকির। সায়রার। আম্বিয়ার। তৌফিকের। তারা কি পায় তাদের আকাঙ্ক্ষিত সেই আস্বাদ?
বিষণ্ন জোছনা কয়েকজন অসুখী মানুষের গল্প। ভালোবাসা প্রত্যাশী মানব-মানবীর প্রতীক্ষার গল্প।
সামাজিক রোমান্টিক উপন্যাস বিষণ্ন জোছনার প্রচ্ছদ মূল্য ধরা হয়েছে ৬০০ টাকা।
প্রসঙ্গত, ঔপন্যাসিক সাঈদ আজাদের প্রথম উপন্যাস ‘অগ্নি প্রভাত’ পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়।
ঔপন্যাসিক সাঈদ আজাদ ব্যক্তিগত জীবনে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে বর্তমানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট হিসেবে কর্মরত রয়েছেন।
বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমএইচএম