ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় ‘রাজার কঙ্কাল’ নিয়ে সাখাওয়াত টিপু 

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
মেলায় ‘রাজার কঙ্কাল’ নিয়ে সাখাওয়াত টিপু 

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলা-২০২০-এ প্রকাশ পেয়েছে সাখাওয়াত টিপুর কবিতার বই ‘রাজার কঙ্কাল’। 

‘রাজার কঙ্কাল’ প্রকাশ করেছে বাতিঘরের সহযোগী প্রকাশনা সংস্থা- কবিতাভবন। বইটির প্রচ্ছদ করেছেন শাহীনুর রহমান।

মূল্য- ১৩৪ টাকা। বইমেলায় বাতিঘরের ৪৪৩, ৪৪৪, ৪৪৫ নম্বর স্টলে মিলছে এ বই।  

‘রাজার কঙ্কাল’ বইটিতে স্থান পাওয়া কবিতাগুলোর মূল উপজীব্য সম্পর্কে জানতে চাইলে কবি সাখাওয়াত টিপু বলেন, এটি প্রধানত রাজনৈতিক কবিতার বই। স্মৃতি সত্তা, সমকালীন বাস্তবতাকে দেশজ আর বৈশ্বিক পরিসর থেকে দেখা হয়েছে এ বইতে। রাজনৈতিক কবিতা সাধারণত উচ্চকন্ঠ হয়, কিন্তু আমার কবিতা সেটা নয়। শিল্পের অন্তর্গত সুর মিলেমিশে আছে কবিতায়।  

‘অতীত, বর্তমান ও ভবিষ্যতের সময়জাত কাব্য ভাষা এ বইয়ে প্রোথিত। ব্যক্তি ও সমষ্টির দর্শনের ভাব আর অভাব আশ্রয় করে আছে প্রতিটি কবিতায়। ’ 

এ বইমেলায় ‘রাজার কঙ্কাল’ ছাড়াও ‘এলা হি বরষা’ নামে সাখাওয়াত টিপুর আরও একটি কবিতার বইয়ের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। এটি নতুন করে বাজারে এনেছে প্রকাশনা সংস্থা- আদর্শ। নতুন করে বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন লুক-ফ্রাঁসোয়া গ্রানিয়ে। এটির মূল্য ৩০০ টাকা।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।