শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ‘জনৈক আমলাকে সাহিত্যে স্বাধীনতা পদক এবং জনৈক প্রবাসিনীকে ভাষা ও সাহিত্যে একুশে পদক প্রদানের’ বিরুদ্ধে ব্যানার টানিয়ে প্রতিবাদ জানান তিনি।
এ বিষয়ে সাইফুল্লাহ মাহমুদ দুলাল বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরেই এ দেশের সরকারি পদকগুলো নিয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে।
তীব্র ক্ষোভ প্রকাশ করে সাইফুল্লাহ মাহমুদ দুলাল বলেন, এ বছর সাহিত্যে স্বাধীনতা পদক পেয়েছেন এস এম রইজ উদ্দিন আহম্মদ। তাকে কেউ চেনেন না। একুশে পদক পেয়েছেন নাজমুন নেসা পিয়ারী। তার একটি মাত্র কবিতার বই। তাও অনুবাদের। এমন মানুষকে পুরস্কৃত করলে এ পুরস্কারের মান থাকে না। দীর্ঘকাল ধরে চলে আসা এসব অনিয়মের বিরুদ্ধেই আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি।
এ প্রতিবাদ কর্মসূচিতে সাইফুল্লাহ মাহমুদের দুলালের সঙ্গে সংহতি প্রকাশ করেন কবি ফরিদ কবির, নীহার লিখন, শিমুল সালাহ্উদ্দিন, সঞ্জয় ঘোষ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
ডিএন/এইচজে