গল্পের এ বইটি মেলায় এনেছে প্রকাশনা সংস্থা- মাওলা ব্রাদার্স। বইয়ের প্রচ্ছদ করেছেন শ্রীলঙ্কান শিল্পী আরতি কুমার রাও।
এ গল্পগ্রন্থের ব্যাপারে জানতে চাইলে মশিউল আলম বলেন, এ বইয়ের নামগল্প ‘দুধ’ শ্রীলংকাভিত্তিক ‘হিমাল সাউথ-এশিয়ান শর্ট স্টোরি কমপিটিশন ২০১৯-এ সেরা গল্পের পুরস্কার পেয়েছে। গল্পটি Milk নামে ইংরেজিতে অনুবাদ করেন- শবনম নাদিয়ায়। ওই প্রতিযোগিতায় মোট ৩২৭টি গল্প জমা পড়েছিল। হিমাল পুরস্কারপ্রাপ্তির স্মারক হিসেবেই ‘দুধ’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছে। এতে মোট সাতটি গল্প আছে।
এর আগে মশিউল আলমের প্রকাশিত বইগুলোর মধ্যে আছে- মাংসের কারবার, দ্বিতীয় খুনের কাহিনি, তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত, যেভাবে নাই হয়ে গেলাম, ঘোড়ামাসুদ, পাকিস্তান, আমি শুধু মেয়েটিকে বাঁচাতে চেয়েছি, প্রিসিলা ইত্যাদি।
মশিউল আলম সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। বর্তমানে কাজ করছেন দৈনিক প্রথম আলোর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এইচজে