ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

মেলায় শেখ হাসিনার নতুন বই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
মেলায় শেখ হাসিনার নতুন বই

বইমেলা প্রাঙ্গণ থেকে: মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকলিত নতুন বই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারের পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে বইটি প্রকাশিত হয়েছে। চার খণ্ডের বইটির নাম ‘রেকর্ড অব প্রসিডিংস : দ্য আগরতলা কন্সপিরেসি কেস’।

বইটি সম্পর্কে এর পুস্তক পরিচিতিতে লেখা হয়েছে, ১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে বাঙালির মুক্তির সনদ ছয় দফা পেশ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দাবিটি ব্যাপক গ্রহণযোগ্যতা পাওয়ায় মে মাসেই গ্রেফতার করা হয় বঙ্গন্ধুকে।

পরবর্তীকালে ১৯৬৮ সালে বঙ্গবন্ধুসহ ৩৫ জনকে আসামি করে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়। সেই মামলাটিই সাধারণের কাছে আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে পরিচিতি পায়।

তীব্র আন্দোলনের মুখে ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি মামলাটি প্রত্যাহার করে নেয় সামরিক সরকার। ওই বছরের ২২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর একটি জিপে করে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িটিতে বঙ্গবন্ধুকে নামিয়ে দেওয়া হয়। সেইসঙ্গে অন্যান্য আসামিরাও মুক্তি পান। এই অসমাপ্ত মামলার সব তথ্য মেলো ধরা হয়েছে সংকলিত গ্রন্থটিতে।

বইয়ের প্রতিটি খণ্ডের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
ডিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।