ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে ইমরুল ইউসুফের শিশুতোষ গল্পের বই ‘চড়ুই ও কুমড়ো লতা’।
চড়ুইটির ঠোঁট কেটে গেছে।
চড়ুই এখন কী করবে বুঝতে পারছে না। চড়ুই পাখিটির ঠোঁট কীভাবে কাটলো? কুমড়ো লতা কীভাবে পাখিটিকে সাহায্য করলো।
পাখিটির ঠোঁট থেকে কীভাবে রক্ত পড়া বন্ধ হলো-এ বিষয়টি নিয়েই এ গল্প। তবে শুধু একটি নয়। তিন তিনটি গল্প আছে ‘চড়ুই ও কুমড়ো লতা’ বইয়ে।
সম্পূর্ণ রঙিন এ বইটি প্রকাশ করেছে শিশু গ্রন্থকুটির। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন এন কে অধিকারী। শিশু গ্রন্থকুটিরের ৬৫১-৬৫২ স্টলে পাওয়া যাচ্ছে বইটি। শুভেচ্ছা মূল্য ১৭৫ টাকা।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এইচএডি/