ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এমন ‘ইন্টেন্ট’ না থাকলে আগের দুই ম্যাচে ২০০ হতো না : তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এমন ‘ইন্টেন্ট’ না থাকলে আগের দুই ম্যাচে ২০০ হতো না : তাসকিন ছবি: সোহেল সারওয়ার

চট্টগ্রাম থেকে : নতুন ‘ব্র্যান্ড’ ও ‘ইন্টেন্টে’-এর ক্রিকেটের কথা বেশ কয়েকদিন ধরেই চলছে বাংলাদেশের ক্রিকেটে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আক্রমণাত্মক মনোভাব দেখানোর চেষ্টা ছিল সবার।

তাতে সাফল্যও মিলেছে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ, এরপর আয়ারল্যান্ডকেও প্রথম দুই ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু আইরিশদের বিপক্ষে তৃতীয় ম্যাচে এসে ধাক্কা খেয়েছে বাংলাদেশ।  

৪১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর শামীম পাটোয়ারীর হাফ সেঞ্চুরিতে ১২৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। পরে ৩৬ বল আগে ম্যাচ হারে ৭ উইকেটের ব্যবধানে। উইকেট পড়লেও ব্যাটারদের মধ্যে ছিল শট খেলার তাড়না। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন আহমেদ। তিনি বলছেন, এমন ইন্টেন্টে খেলাতেই আগের দুই ম্যাচে দুইশ ছাড়িয়েছে দলের রান।  

তিনি বলেছেন, ‘আজকে হয়তো আমাদের ব্যাটিংয়ে ধস পড়েছে। এরকম ইন্টেন্ট না থাকলে কিন্তু দুইটা ম্যাচে ২০০ হতো না, এটা সত্যি কথা বুঝতে হবে। আমরা যদি আগামীতে টি-টোয়েন্টিতে ভালো করতে চাই আমাদের ইন্টেন্টটা থাকতে হবে। বোলার, ব্যাটার সবারই আগ্রাসী মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। ’

‘কিছু কিছু দিন হয়ত এরকম ইন্টেন্ট দেখাতে গিয়ে ধস নামবে। এটাও আমরা মেনে নিয়ে এগোবো। এমন না যে ভয়ডর নিয়ে থাকব। ভবিষ্যতে এটা আমাদের সাহায্য করব। ব্যর্থতার ভয়টাকে বাদ দিয়ে ক্রিকেট খেলা। এই অভিপ্রায় আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ’

ব্যাটিং ব্যর্থতা নিয়ে তাসকিন বলেছেন, ‘উইকেট ভালোই ছিল, দুর্ভাগ্যজনকভাবে আজ দ্রুত উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু ইন্টেন্ট আগের দুই ম্যাচের মতোই ছিল। তখন রান হয়েছে আজ দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে গেছে। আসলে আরেকটু ভালো ব্যাটিং হয়তো করতে পারতাম আমরা, কারণ আমাদের সেই সামর্থ্য আছে। দুর্ভাগ্যবশত সেটা হয়ে গেছে। কিন্তু আমাদের সবার ইন্টেন্ট এমন ছিল যে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলা, আক্রমণাত্মক খেলা। আজ আর কি বাজে একটা দিন ছিল আসলে। ’ 

ব্যাটিংয়ের সময় ড্রেসিং রুমের বার্তা কী ছিল? তাসকিন বলছিলেন, ‘এটা তো আমাদের একদম একান্তই ভেতরের কথা। এটা কোচ ও খেলোয়াড়দের মধ্যে থাকা ভালো। কিন্তু আমাদের ইন্টেন্ট ইতিবাচক ছিল এটাই হলো কথা। ’

বাংলাদেশ সময় : ১৯১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।