ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

বিশ্বকাপের অনেকটা আগে থেকেই ভারতে রয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে তারা।

তবে বিশ্বকাপ এলেই যে এক ভিন্ন অস্ট্রেলিয়ার দেখা মেলে, তা আর নতুন করে বলার নেই।  

সেই চ্যালেঞ্জ নিয়েই আজ বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে স্বাগতিক ভারত। চেন্নাইয়ে তাদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইনজুরি শঙ্কায় একাদশে নেই অলরাউন্ডার মার্কাস স্টইনিস। অন্যদিকে ইনফর্ম ওপেনার শুভমান গিলকে ছাড়াই নেমেছে ভারত। ডেঙ্গু জ্বরের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না তিনি।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।