ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নববর্ষের শুভেচ্ছায় যা বললেন সাকিব-তামিমরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
নববর্ষের শুভেচ্ছায় যা বললেন সাকিব-তামিমরা

ঈদের আনন্দ কাটতে না কাটতেই হাজির হলো বাংলা নববর্ষ। আজ পহেলা বৈশাখ।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই নানান কর্মসূচিতে পালিত হচ্ছে বর্ষবরণের নানান আয়োজন। উৎসবের দিনে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসান লিখেছেন, 'শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে। '

আরেক পোস্টে তামিম ইকবাল লিখেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। ’ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘আনন্দ, উন্নতি ও শুভকামনার বার্তা নিয়ে নতুন বছরের সূচনায় ভরে উঠুক সকলের জীবন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩১। ’

উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ নববর্ষ! সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। ’ বাংলাদেশ দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ নববর্ষের শুভেচ্ছা জনিয়ে লিখেছেন, ‘নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ সকলকে। ’

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।