ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

ক্রিকেট

কষ্ট সহ্য করতে রাজি, তবু পরের ম্যাচে খেলতে চান হৃদয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
কষ্ট সহ্য করতে রাজি, তবু পরের ম্যাচে খেলতে চান হৃদয় তাওহিদ হৃদয়/সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট হাতে বীরত্ব দেখিয়েছেন তাওহিদ হৃদয়। দল যখন ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায়, তখন হাল ধরেন তিনি।

জাকের আলি অনিককে নিয়ে ১৫৪ রানের জুটি গড়ে দলকে লজ্জার হাত থেকেও রক্ষা করেন।  

সেই সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পান হৃদয়। তার ১০০ রানের ইনিংসে ভর করে ২২৮ রানে থামে বাংলাদেশ। যদিও শুবমান গিলের অপরাজিত সেঞ্চুরি জিতিয়ে দেয় ভারতকে। দল জিততে না পারায় নিজের সেঞ্চুরি নিয়ে কোনো উচ্ছ্বাস নেই হৃদয়ের। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক‍্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়। ’

তবে বাংলাদেশ হারলেও হৃদয়ের লড়াকু সেঞ্চুরির ভূয়সী প্রশংসা করছেন সমর্থকরা। কারণ ইনিংসটি খেলার পথে পায়ের মাংসপেশীতে টান পড়ে তার। ব্যথা নিয়েই দীর্ঘ সময় ব্যাট করেছেন। এমনকি কয়েকবার পড়েও গেছেন ক্রিজে। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাকে বেশ স্বাভাবিক বলেই মনে হয়েছে। এসেই সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। ’

পরের ম্যাচে হৃদয়ের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে হৃদয় নিজে বলছেন, ‘শতরানের জন‍্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই, তবে মন খারাপ। হয়তো আমি আর একটু ভালো খেললে দলের জন‍্য আরো ভালো হতো। পরের ম‍্যাচে ফিরতে চাই, যত কষ্টই সহ‍্য করতে হোক না কেন। ’

বাংলাদেশ হারলেও ভারতকে জয় পেতে ৪৭ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। হৃদয়ের মতে, বাংলাদেশ ৩০-৪০ রান কম করেছে। ব্যথা না পেলে ওই ঘাটতি পুষিয়ে দিতে পারতেন, এমন আফসোস তার কণ্ঠে, ‘৫ উইকেট পড়ার পর আমাদের কাজ সহজ ছিল না। আমি অনেক ডট বল দিলেও পরে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পায়ের পেশীতে টান পড়ায় সমস্যা হয়ে যায়। ঠিকঠাক থাকলে ওই ৩০-৩৫টা রান আমিই করতে পারতাম। ’

বাংলাদেশের পরের ম্যাচ রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর আগামী বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে একই ভেন্যুতে খেলতে শান্তবাহিনী।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।