দুর্ঘটনার শিকার হয়েছে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর গাড়ি। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সৌরভ। কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁতনপুরে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী গাড়ি। তবে এ ঘটনায় সৌরভের কোনো ক্ষতি হয়নি।
সড়কে চলার সময় একটি লরি গাঙ্গুলীর গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে ড্রাইভার ব্রেক কষে গাড়ি থামান। গাড়ির গতিও বেশি ছিল না। এতে সৌরভের গাড়ির পেছনে থাকা কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউই আহত হননি। বরং সৌরভের গাড়ির ড্রাইভারের পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
ঘটনার পর রাস্তায় মিনিট দশেক দাঁড়িয়ে ছিলেন সৌরভ। পরে সবকিছু স্বাভাবিক হয়ে এলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনুষ্ঠানে যান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এমএইচএম