লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর আগে ভারতের জাতীয় সংগীত ভেজে ওঠে। এ নিয়ে লজ্জার মুখে পড়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ঘটনাটি গতকাল ম্যাচের শুরুতে দুই দলের মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার সময়। ইংল্যান্ডের জাতীয় সংগীত বাজানোর পর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত। যদিও ঘটনাটি ২-৩ সেকেন্ড স্থায়ী হয়েছিল। সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানো হয়।
কিন্তু ক্ষতি যা হওয়ার ততক্ষণে হয়ে গেছে। ওই ২-৩ সেকেন্ডের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। গ্যালারি থেকেও ভেসে আসে দুয়োধ্বনি। সামাজিক মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা, হাস্যরস ও বিতর্কের ঝড় বয়ে যায়। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হওয়ায় ট্রলের শিকার হয় পিসিবি। তবে ঘটনার এখানেই শেষ নয়।
পিসিবির এক কর্মকর্তা ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় সংগীতের প্লে-লিস্ট তৈরি করা, বিতরণ করা ও ম্যাচের আগে তা বাজানোর দায়িত্ব আইসিসির। পিসিবির এতে কোনো ভূমিকা নেই।
ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, পুরো ব্যাপারটিতে অসন্তুষ্ট পিসিবি। তাদের প্রশ্ন অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচে প্লে-লিস্টে ভারতের জাতীয় সংগীত রাখতে হবে কেন? ভারত তাদের কোনো ম্যাচই পাকিস্তানে খেলছে না। পুরো ব্যাপারটি তারা জানতে চেয়েছে আইসিসির কাছে। তবে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা জানা যায়নি আইসিসির কাছ থেকে।
এর আগে দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচে অফিসিয়াল টিভি সম্প্রচারে টুর্নামেন্টের লোগোতে পাকিস্তানের নাম না থাকা নিয়েও আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছিল পাকিস্তান। টিভি পর্দার ওপরের দিকে বাঁ পাশে যেখানে টুর্নামেন্টের লোগো প্রদর্শন করা হয়, সেখানে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’ থাকলেও স্বাগতিক পাকিস্তানের নাম দেখা যায়নি। আইসিসি পরে জানায় যে, প্রযুক্তিগত ত্রুটির কারণে অমনটি হয়েছে এবং তারা নিশ্চয়তা দেয়, সামনের কোনো ম্যাচে পুনরাবৃত্তি হবে না।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এমএইচএম