২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এটি পাকিস্তানের জন্য 'ডু অর ডাই' ম্যাচ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিলেও ২৬ বলে ২৩ রান করে আউট হন বাবর। ভারতের হার্দিক পান্ডিয়ার দ্বিতীয় ওভারে বল তার ব্যাট ছুঁয়ে জমা হয় উইকেটকিপার লোকেশ রাহুলের গ্লাভসে।
তবে অল্প রানে আউট হওয়ার পথেই একটি রেকর্ড নিজের করে নেন। ওয়ানডে ফরম্যাটের আইসিসি টুর্নামেন্টে নিজের ১০০০ রান পূর্ণ করেন তিনি। পাকিস্তানের জার্সিতে সবচেয়ে দ্রুততম সময়ে মাইলফলকটি স্পর্শ করলেন এই ডানহাতি। তার লেগেছে মাত্র ২৪ ইনিংস। এতদিন রেকর্ডটির মালিক ছিলেন সাবেক ওপেনার সাঈদ আনোয়ার। তার লেগেছিল ২৫ ইনিংস।
২০১৭ সালে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে অভিষেক হয় বাবরের। সেবার পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এরপর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের দলেও ছিলেন। আর ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। আর এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি খেলছেন ওপেনিং ব্যাটার হিসেবে।
এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের বিপক্ষে ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে পাকিস্তান। এরইমধ্যে ফিফটির দেখা পেয়েছেন তিনে নামা সৌদ শাকিল এবং ৪১ রানে ব্যাট করছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এমএইচএম