ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

ক্রিকেট

‘আধুনিক ক্রিকেট’ না বোঝায় বাবরদের সমালোচনায় আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
‘আধুনিক ক্রিকেট’ না বোঝায় বাবরদের সমালোচনায় আফ্রিদি ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ থেকেও খারাপ অবস্থায় শেষ করেছে পাকিস্তান। আসরে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পর ভারতের বিপক্ষেও জয় তুলে নিতে পারেনি তারা।

ফলে খালি হাতেই আসর শেষ করতে হয়েছে স্বাগতিকদের।  

দলের এমন অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। আসরজুড়ে পাকিস্তানের ব্যাটিং নিয়েই হয়েছে বেশ সমালোচনা। আর এতেই তাল মিলালেন সাবেক এই ক্রিকেটার। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে না পারায় হতাশা প্রকাশ করেন তিনি।

আফ্রিদি বলেন, ‘২০২৫ সালে পাকিস্তান আশি ও নব্বইয়ের দশকের মতো ক্রিকেট খেলছে, যেখানে অন্য দলগুলো আক্রমণাত্মক ও আধুনিক ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ভালোভাবেই এগিয়ে গেছে। ’

ভারতের বিপক্ষে ১৫২টি ডট বল খেলেছে পাকিস্তান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬২টি বলে কোনো রান নিতে পারেনি তারা। দলের এই ডট বল খেলা নিয়ে সমালোচনা করেছেন আফ্রিদি। তিনি বলেন, ‘অনেক বেশি ডট বল খেলার অসুস্থ মনোভাবও আমাদের খেলার ক্ষতি করছে। ’

দলের এই মানসিকতায় পরিবর্তন আনা দরকার বলে মনে করেন আফ্রিদি। পুরো সিস্টেমকেই ঢেলে সাজানোর কথা জানিয়ে তিনি বলেন, ‘আধুনিক ক্রিকেটের সঙ্গে পাকিস্তানের খেলোয়াড়দের মানসিকতার মিল নেই। আমাদের সিস্টেমের পুরোপুরি সংস্কার দরকার, যাতে আমরা আক্রমণাত্মক মানসিকতার ক্রিকেটার তৈরি করতে পারি। ’

নিজেদের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের মোকাবেলা করবে স্বাগতিক পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।