ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে টস বিলম্ব, ৩টায় মাঠ পরিদর্শন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
বৃষ্টিতে টস বিলম্ব, ৩টায় মাঠ পরিদর্শন ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক বড় আশা নিয়েই খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু কেবল হতাশাই উপহার দিয়েছে তারা।

প্রথম দুই ম্যাচে হেরে বিদায় নিতে হয়েছে গ্রুপপর্বেই। একই দশা হয়েছে পাকিস্তানের। আজ নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে দুদল। তবে বৃষ্টির কারণে বিলম্বিত হচ্ছে টস।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। তার আধঘণ্টা আগেই টস হওয়ার কথা। কিন্ত বৃষ্টির কারণে সেটি বিলম্বিত হচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি থামলেও আউটফিল্ড ভেজা থাকায় টস করা যায়নি। ফলে দুপুর ৩টায় মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা। এরপর পাওয়া যাবে বাকি তথ্য।  

এর আগে অবশ্য বৃষ্টির কারনে পরিত্যক্ত হয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি। একই কারণে ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ-পাকিস্তান। আজ সকাল থেকেই দেখা গিয়েছিল মেঘ আর বৃষ্টি। যা এখনও চলমান। যে কারণে ম্যাচ হবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।