ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

ক্রিকেট

রোজায় দুবাই স্টেডিয়ামে বিনামূল্যে ইফতার পাবেন দর্শকরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
রোজায় দুবাই স্টেডিয়ামে বিনামূল্যে ইফতার পাবেন দর্শকরা সংগৃহীত ছবি

হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পবিত্র রমজান মাস উপলক্ষে দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করা হবে।

এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক্স পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। ইফতার বিতরণের এই কার্যক্রম শুরু হবে ২ মার্চ নিউজিল্যান্ড-ভারত ম্যাচ থেকে। স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ডে রোজাদার দর্শকদের ইফতারের ঠিক আগে বিশেষ বক্স দেওয়া হবে। যা দিয়ে দর্শকরা রোজা ভাঙবেন।

আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে রমজান মাস। দুবাই স্টেডিয়ামে এই রমজানের প্রথম ম্যাচ ছাড়াও ৪ মার্চ প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ভারত যদি সেমিফাইনালে উঠতে পারে, তাহলে ফাইনালও একই মাঠে হবে।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।