ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মোদির ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যের জবাবে নকভি: যুদ্ধকে খেলায় টেনে আনা হতাশার বহিঃপ্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, সেপ্টেম্বর ২৯, ২০২৫
মোদির ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যের জবাবে নকভি: যুদ্ধকে খেলায় টেনে আনা হতাশার বহিঃপ্রকাশ সংগৃহীত ছবি

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন। এশিয়া কাপ ফাইনালে ভারতের জয়কে মোদি ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে তুলনা করায় ক্ষোভ প্রকাশ করে নকভি বলেন, খেলাকে যুদ্ধে টেনে আনা কেবল হতাশার বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের চেতনাকেই আঘাত করে।

নকভি (যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও) এক্সে লিখেছেন, ‘যদি যুদ্ধই গৌরবের মাপকাঠি হয়, তাহলে ইতিহাসে পাকিস্তানের কাছে ভারতের পরাজয় ইতিমধ্যেই খোদাই হয়ে আছে। কোনো ক্রিকেট ম্যাচ সে সত্য মুছে দিতে পারবে না। যুদ্ধকে খেলায় টেনে আনা শুধু হতাশা প্রকাশ করে, আর এতে খেলাধুলার চেতনাই কলঙ্কিত হয়। ’

মোদির মন্তব্যের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও সমালোচনায় যোগ দেন। তিনি এক্সে লিখেছেন, ‘নিজের রাজনীতি টিকিয়ে রাখতে মোদি ক্রিকেটের সংস্কৃতি ও চেতনাকে ধ্বংস করছেন। এভাবে সম্মান ফিরে পাওয়া যায় না। ভারত-পাকিস্তান যুদ্ধের ফল ৬-০, যা পাথরে খোদাই করা আছে। আমরা কিছু বলছি না, কিন্তু মোদি অপমানিত হয়েছেন দেশে এবং বিশ্বজুড়ে। ’

এশিয়া কাপের ফাইনালের পর মাঠেও তৈরি হয় বিতর্ক। এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। এতে প্রায় দেড় ঘণ্টা বিলম্বিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শেষ পর্যন্ত উপস্থাপক সাইমন ডুল ঘোষণা দেন, ‘ভারতীয় দল আজ পুরস্কার গ্রহণ করবে না, এখানেই অনুষ্ঠান শেষ। ’

পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ভারতের আচরণে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে হাত না মেলানো মানে শুধু আমাদের নয়, ক্রিকেটকেই অসম্মান করা। আমি জীবনে প্রথমবার এমন কিছু দেখলাম। এই টুর্নামেন্টে যা ঘটেছে, তা ক্রিকেটের জন্য খুব খারাপ। ’

আগা আরও জানান, পাকিস্তান দল মে মাসে ভারতের হামলায় নিহত শিশু ও সাধারণ মানুষের পরিবারের জন্য ফাইনালের ম্যাচ ফি দান করবে।

এই এশিয়া কাপ ছিল দুই দেশের মধ্যে মে মাসের সামরিক সংঘাতের পর প্রথম দ্বন্দ্ব। মাঠের বাইরের উত্তেজনা পুরো টুর্নামেন্ট জুড়েই ছায়া ফেলেছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ