ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশেষ নিরাপত্তায় ঢাকায় লঙ্কান ক্রিকেটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪
বিশেষ নিরাপত্তায় ঢাকায় লঙ্কান ক্রিকেটাররা ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অ্যাঞ্জেল ম্যাথুসের নেতৃত্বে শ্রীলঙ্কান ক্রিকেট দল। শুক্রবার পৌনে এগারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানানো হয়।



এক ঘণ্টা পর তাদের বিশেষ নিরাপত্তা দিয়ে হোটেল রেডিসনে নিয়ে যাওয়া হয়। এদিন কোনো সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়নি। শনিবার তারা মিরপুরে অনুশীলন করবেন।

আগামী সোমবার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে মিরপুরে। এরপর চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানেই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে মিরপুরে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।