ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

গুলিতে নিহত স্থানীয় পাঁচ আফগান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪
গুলিতে নিহত স্থানীয় পাঁচ আফগান ক্রিকেটার

কাবুল: আফগানিস্তানের পূর্ব লাঘমান প্রদেশে স্থানীয় কয়েকজন ক্রিকেটাররা খেলছিলেন। আচমকা মোটরসাইকেলে করে আসা একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালেন তাদের উপরে।

সঙ্গে সঙ্গেই মারা গেলেন পাঁচজন।

প্রাদেশিক মুখপাত্র শারহাদি ঝুয়াক বলেন, বৃহস্পতিবার আলিংঘার জেলায় এই ঘটনা ঘটে। তিনি জানান, আক্রমণকারী তখনই পালিয়ে যান। তাকে ধরা সম্ভব হয়নি।

কেউ দায় স্বীকার না করলেও ঝুয়াকের দাবি এটা তালিবানের কাজ। তালিবান শাসনামলে খেলাধুলা ও কোনো ধরনের আনন্দ উদযাপন নিষিদ্ধ ছিল।

এ ঘটনায় আফগান প্রেসিডেন্ট হামিম কারজাই নিন্দা জানিয়ে এক বিবৃতি দেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।