ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশি হ্যাকারদের আক্রমণ বিসিসিআইর ওয়েবসাইটে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
বাংলাদেশি হ্যাকারদের আক্রমণ বিসিসিআইর ওয়েবসাইটে!

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) অফিসিয়াল ওয়েবসাইট bcci.tv হ্যাক হয়েছে। সোমবার আশিক ইকবাল চাই নামের এক হ্যাকার কাজটি করেন।

এই প্রতিবেদন প্রচারের সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট লিখা ছিল `under maintenance`।

কয়েকটি সূত্রে জানা গেছে, বিশ্বের সবচেয়ে ধনী এই ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশের হ্যাকাররা। অ্যাবাউট আস’ পেজে বাংলাদেশ জাতীয় দলের ছবি ছিল। সেখানে লাল কালিতে লিখা ছিল – ডোন্ট মেস আপ উইথ টাইগার্স।

বর্তমানে ওয়েবসাইটটি থেকে ওই মেসেজ মুছে ফেলতে সমর্থ হলেও হোমপেজে কাজ চলছে। বোর্ড সূত্রে জানানো হয়েছে, শিগগিরই আবারও আগের অবস্থায় ফিরবে এই সাইট।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।