ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকার প্রস্তাব ফেরাল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
দ. আফ্রিকার প্রস্তাব ফেরাল জিম্বাবুয়ে

হারারে: আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আয়োজনের আগে জিম্বাবুয়ের সঙ্গে এক ম্যাচের টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু খেলোয়াড়দের ধর্মঘট ও ভীষণ আর্থিক সঙ্কটের কারণে জিম্বাবুয়ে ক্রিকেট সেই প্রস্তাব ফিরিয়ে দিল।



টেস্টের শীর্ষ দলের প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে জেডসি’র মুখপাত্র লাভমোর বান্দা বলেন,‘ওই প্রস্তাব গ্রহণের সামর্থ্য জিম্বাবুয়ের ছিল না। এর পরিবর্তে আগস্টের দিকে কোনো একসময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ও একটি সীমিত ওভারের সিরিজ খেলব। ’

বকেয়া বেতন ও বোনাসের দাবিকে জিম্বাবুয়ের খেলোয়াড়রা গত বছর থেকে ধর্মঘটে আছে। ইতোমধ্যে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সফরও বাতিল করে তারা। এদিকে জানুয়ারি থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দক্ষিণ আফ্রিকা।

তিন ম্যাচের সিরিজ খেলতে বুধবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে অস্ট্রেলিয়ার টেস্ট দল।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।