ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বর্ষসেরা ক্রিকেটার ভুবেনশ্বর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
ভারতের বর্ষসেরা ক্রিকেটার ভুবেনশ্বর ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ২০১৩-১৪ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ফাস্ট বোলার ভুবেনশ্বর কুমার। আগামী ২১ নভেম্বর ‘পোলি উমরিগার’ এ্যাওয়ার্ডটি দেয়া হাতে হবে উত্তর প্রদেশের এই ক্রিকেটারকে।



ভুবেনশ্বর অক্টোবর ২০১৩ থেকে সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত সাতটি টেস্ট খেলে ২২টি উইকেটের পাশাপাশি ২৬৩ রান করেছেন। গত ইংল্যান্ড সফরে ভারত বাজে ভাবে টেস্ট সিরিজ হারলেও ডান হাতি এ বোলার ছিলেন দারূণ উজ্জল।

সেই সিরিজে তিনি ২৪৭ রান ও ১৯ উইকেট নিয়ে লর্ডস টেস্ট জয় ও প্রথম টেস্টে ড্র করার পেছনে বড় অবদান রেখেছিলেন।

এদিকে একই সময়ে ২২টি একদিনের ম্যাচে ১৭টি উইকেট পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩২ঘণ্টা, ১৮ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।