ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় দিন শেষে অস্বস্থিতে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
তৃতীয় দিন শেষে অস্বস্থিতে  পাকিস্তান সংগৃহীত

ঢাকা: দুবাই টেস্টের তৃতীয় দিন শেষে  নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের  চেয়ে এখনও  ১২২ রান  পিছিয়ে আছে পাকিস্তান। দিন শেষে তাদের স্কোর ছয় উইকেটে ২৮১ রান।



আগের দিনের দুই উইকেটে ৩৪ রান নিয়ে ব্যাট করতে  নামে মিসবাহর দল।   দুই অপরাজিত ব্যাটসম্যান ইউনিস খান এবং আজহার আলি শুরুটা ভালোই করেছিলেন।   এই  দুজন তৃতীয় উইকেটে ১১৩ রানের পার্টনারশিপ  করলে সুবিধাজনক অবস্থায়  পৌঁছে যায় পাকিস্তান।

দিনের  দ্বিতীয় সেশনে ইউনিস খানের উইকেট তুলে নিয়ে  কিউইদের দিনের প্রথম সাফল্য এনেদেন  নিসহাম।   আউট  হওয়ার আগে  ৭২ রানের ইনিংস খেলেন ইউনিস। তখন পাকিস্তানের স্কোর তিন উইকেটে ১৪৫ রান।

চা বিরতির পরই সাফল্য পেতে শুরু করে  নিউজিল্যান্ডের বোলাররা। দলীয় ১৯৫ রানের মাথায় মিসবাহ বোল্টের বলে টেইলেরর হাতে ক্যাচ দিলে চতুর্থ উইকেট হারায় পাকরা।

তবে দিনের সবচেয়ে গুরুত্বপুর্ন উইকেটটি নেন লেগ  স্পিনার ইশ সোধি। সোধির বলে ব্যক্তিগত ৭৫ রান করে আজহার যখন আউট হন তখন  পাকদের স্কোর পাঁচ উইকেটে ২২০ রান।

দিনের শেষ ঘন্টায় আসাদ শফিক এবং সরফরাজ আহমেদ দিনের শেষ ঘন্টায় ৫০ রানের পার্টনাশিপ গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার  চেষ্টা  করেন। কিন্তু দিন শেষ হওয়ার আট বল আগে  নিউজিল্যান্ডের পেসার সাউদি আসাদ শফিকের উইকেট তুলে নিলে  অস্বস্থি নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।

নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি দুই উইকেট নেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘন্টা, ১৮ নভেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।