ঢাকা: ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে কলাবাগান ক্রিড়া চক্রকে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে ৩৭ রানের জয় পেয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি।
টসে জিতে ক্রিড়া চক্রের অধিনায়ক আব্দুর রাজ্জাক প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। আগে ব্যাটিংয়ে নেমে ক্রিকেট একাডেমি ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ২১৫ রান।
দলের হয়ে সর্বোচ্চ সাব্বির রুম্মানের ব্যাট থেকে। সাব্বির ৬৭ বলে ৬টি চার আর দুইটি ছয়ের সাহায্যে করেন ৭৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে। এছাড়া ২১ রান করেন মাহমুদুল হাসান।
কলাবাগান ক্রিড়া চক্রের হয়ে ৩টি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক এবং নাসুম আহমেদ।
২১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে অলআউট হয়ে যায় কলাবাগান ক্রিড়া চক্র। ১৭৮ রানেই থেমে যায় তাদের ইনিংস।
দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করে অপরাজিত থাকেন তাসামুল হক। তবে, তার এ ইনিংসটি দলের পরাজয় ঠেকাতে পারেনি। এছাড়া ৩২ রান করেন ওপেনার নাসিরুদ্দিন ফারুকি। আর আব্দুর রাজ্জাক শেষ সময়ে ১৬ বলে একটি চার আর দুইটি ছয়ে হাঁকিয়ে করেন ২৪ রান।
কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইমতিয়াজ হোসেন। এছাড়া দুটি করে পান বিশ্ব হালদার এবং মিরাজ।
ম্যাচ সেরার পুরস্কার উঠে সাব্বির রুম্মনের হাতে।
দিনের অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী লিমিটেড হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। লো স্কোরিং ম্যাচে আগে ব্যাট করে ১৯১ রান তোলে আবাহনী। ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নাসির হোসেনের বোলিং তোপে পড়ে মাত্র ১২২ রানেই গুটিয়ে যায় ব্রাদার্স।
ম্যাচ সেরা নাসির ব্যাট হাতে ২৬ রান করার পাশাপাশি বল হাতে ৮ ওভারে দুই মেডেন নিয়ে মাত্র ১৫ রান খরচায় তুলে নেন ৩ উইকেট।
আর বিকেএসপির মাঠে ভিক্টোরিয়া ৬ উইকেটের জয় পেয়েছে ওল্ডডিওএইচএস এর বিপক্ষে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ০৭ ডিসেম্বর ২০১৪