ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বিসিবির চুক্তিতে নতুন পাঁচ ক্রিকেটার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, জানুয়ারি ১৫, ২০১৫
বিসিবির চুক্তিতে নতুন পাঁচ ক্রিকেটার আরাফাত সানি, আল আমিন হোসেন, সফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও ইমরুল কায়েস

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন পাঁচ ক্রিকেটারকে চুক্তির আওতায় এনেছে। এরা হলেন- ইমরুল কায়েস, সফিউল ইসলাম, আরাফাত সানি, আল আমিন হোসেন এবং তাইজুল ইসলাম।



বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) দশম সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিসিবির চুক্তি থেকে বাদ পড়েছেন, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী এবং রবিউল ইসলাম।

এরমধ্যে ‘বি’ গ্রেডের কোটায় চুক্তির আওতায় এসেছে ইমরুল কায়েস, ‘সি’ গ্রেডে রয়েছেন সফিউল ইসলাম, আর ‘ডি’ গ্রেডের ক্রিকেটাররা হলেন আরাফাত সানি, আল আমিন হোসেন এবং তাইজুল ইসলাম।

এছাড়া ‘এ’ প্লাস গ্রেডে রয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। মাহমুদ্দল্লাহ রিয়াদকে রাখা হয়েছে ‘এ’ গ্রেডে। অন্যদিকে ‘বি’ গ্রেডের অন্য দুই ক্রিকেটার হলেন, রুবেল হোসেন এবং নাসির হোসেন। ‘সি’ গ্রেডে সফিউল ইসলামের সঙ্গে এনামুল হক বিজয় এবং মুমিনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।