ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ইনজামামের চোখে ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
ইনজামামের চোখে ভারত-পাকিস্তান ম্যাচ ইনজামাম-উল-হক

ঢাকা: পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচটিকে দেখছেন ফাইনালের আগে আরেক ফাইনাল হিসেবে। তবে ইনজামামের মতে, সে ম্যাচটিই দুই দলের জন্য সব নয়।



ফেব্রুয়ারির ১৪ তারিখে এগারোতম বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। ভারত-পাকিস্তান দুই চির-প্রতিদ্বন্দ্বী দেশের খেলা হবে পরের দিন, ১৫ ফেব্রুয়ারি। এরই মধ্যে সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে মাত্র ২০ মিনিটের মধ্যেই এ ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

ইনজামাম বলেন, ইন্দো-পাক ম্যাচটি আমার কাছে ফাইনাল ম্যাচের মতোই। ফাইনালের আগে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তাদের মাঝে। কিন্তু, আমি বিস্মিত হবো না যদি ভারতকে টপকে পাকিস্তান আসরের ফাইনালে যায়।

এর আগে বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তান ৫টি ম্যাচে মাঠে নেমেছিল। পাঁচবারই জয় পেয়েছে ভারত। পাকিস্তান হেরেছে সব গুলো ম্যাচেই। তবে, ওয়ানডে ম্যাচের দিক দিয়ে বেশ এগিয়ে পাকিস্তান। মোট ১৩১ ম্যাচের মধ্যে পাকিস্তান জয় পেয়েছে ৭২ ম্যাচে। পক্ষান্তরে ৫০ ম্যাচে জয় পায় ভারত। আর বাকি চার ম্যাচ কোনো ফলাফল দেখেনি। ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়।

এ প্রসঙ্গে ইনজামাম বলেন, বিশ্বকাপের আসরে ভারত এগিয়ে রয়েছে। এটা যেমন ঠিক, তেমনি পাকিস্তানও চাইবে এবারের আসরে ব্যবধান কমাতে। আর যদি ভারতের বিপক্ষে হেরেই বসে পাকিস্তান, তবুও বলবো পাকিস্তানের স্বপ্ন শেষ হয়ে যাবে না।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।