ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

টেস্ট শেষে আশাবাদি আজমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, জানুয়ারি ২৫, ২০১৫
টেস্ট শেষে আশাবাদি আজমল সাইদ আজমল

ঢাকা: দ্বিতীয়বারের মত চেন্নাইয়ে নিজের বোলিং টেস্ট করালেন পাকিস্তানের নিষিদ্ধ অফ স্পিনার সাইদ আজমল। আর এ টেস্ট শেষে আজমল আশাবাদি যে তার বোলিং বৈধ বলে ঘোষণা করা হবে।

আর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আবারো ফিরবেন।

আজমল বলেন, ‘আমি মনেকরি যারা আমার বোলিং টেস্ট করিয়েছে তারা আমার অ্যাকশনে সন্তুষ্ট। আমিও আশাবাদি, তবে সকল সিদ্ধান্ত আসবে তাদের থেকে। ’

গত সেপ্টম্বরে অবৈধ বোলিং অ্যাকশন প্রমাণিত হওয়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার হন আজমল। তখন আজমল বোলিং করার সময় তার হাত ৪২ ডিগ্রি পর্যন্ত বাঁকাতো। যেখানে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ১৫ ডিগ্রি ভাঙতে পারবে।

পরে আজমল পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলাইন মুশতাকের অধীনে বেশ কিছুদিন বোলিং শুধরানোর কাজ করেছিলেন। তিনি এর আগে তিনবার আন-অফিসিয়াল টেস্ট করিয়েছিলেন। সেখানে তার অফ স্পিন ও দ্রুতগতির বলগুলো ১৫ ডিগ্রির নিচে ছিল। তবে তার দুশরা ছিল অতিরিক্ত মাত্রায়।

এদিকে এবার যদি আজমল বোলিং টেস্টে আবারো অবৈধ বলে প্রমাণিত হন তাহলে তাকে আগামী এক বছর পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।