ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

রাতে দেশে ফিরবেন বিসিবি সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, এপ্রিল ১, ২০১৫
রাতে দেশে ফিরবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

ঢাকা: অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের মধ্য দিয়ে ২৯ মার্চ পর্দা নেমেছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর। বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বেশ কিছুদিন অস্ট্রেলিয়ায় কাটিয়েছেন।

এর আগে বাংলাদেশের ম্যাচগুলোতেও ছিল তার সরব উপস্থিতি।

বিশ্বকাপকে ঘিরে সকল আনুষ্ঠানিকতা শেষ করে বুধবার রাতে দেশে ফিরবেন নাজমুল হাসান পাপন। বিসিবি’র একটি সূত্র বাংলানিউজকে পাপনের দেশে ফেরার কথাটি নিশ্চিত করেছেন।

বুধবার রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা বিসিবি সভাপতির।

দেশে ফিরে আগামী ৫ এপ্রিল  বাংলাদেশ সুপার লিগের (বিসিএল) ওয়ানডে ভার্সনের উদ্বোধন করবেন তিনি।  

বাংলাদশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।