ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাঙ্গাকারাকে খেলার অনুরোধ ক্রীড়ামন্ত্রীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
সাঙ্গাকারাকে খেলার অনুরোধ ক্রীড়ামন্ত্রীর

ঢাকা: শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে তার সিদ্ধান্তের পরিবর্তন আনা উচিৎ এবং বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরে যাওয়া বাঁহাতি এ ব্যাটসম্যানের দলের হয়ে আরো এক বছর খেলা প্রয়োজন- এভাবেই অনুরোধ জানালেন দেশটির ক্রীড়ামন্ত্রী নাভিন দিশানায়াকে।

গত ১৮ মার্চ ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন সাঙ্গাকারা।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে লঙ্কানদের বিদায়ের পর তিনি জানিয়েছিলেন, ২০০০ সালে তার অভিষেকের পর থেকে দলের অবস্থা এখন অনেক ভালো।

পরে সাংবাদিক কাছে নাভিন বলেন, আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে সাঙ্গাকারাকে একটি অনুরোধ করছি, সে যেন লঙ্কানদের হয়ে আরো এক বছর ধারাবাহিক ভাবে খেলে।

তিনি আরও বলেন, নিউজিল্যান্ডে থাকা অবস্থায় আমি তার সঙ্গে কথা বলেছি। বিশ্বকাপে দলের এমন পারফরম্যান্সে সে হতাশ। তবে আমি মনে করি সে তার সিদ্ধান্তের পরিবর্তন আনবে।

সাঙ্গাকারা বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে ৪৫ রান করেছিলেন। সেই সঙ্গে রেকর্ড টানা চারটি সেঞ্চুরি করে হয়েছেন আসরে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার (৫৪১)।

ওয়ানডে থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে নিয়মিত খেলে যাবেন সাঙ্গাকারা। ৩৭ বছরের এ তারকা ওডিআইতে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারের পরেই আছেন। তিনি ৪০৪ ম্যাচে ৪১.৯৮ গড়ে করেছেন ১৪২৩৪ রান।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।