ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দৃষ্টিভঙ্গির পরিবর্তন চান ওয়াকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
দৃষ্টিভঙ্গির পরিবর্তন চান ওয়াকার

ঢাকা: পাকিস্তানের প্রধান কোচ ওয়াকার ইউনিস আসন্ন বাংলাদেশ সফরে আসার আগে দলের প্রত্যেক ক্রিকেটারকে নিজেদের আচরণ পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন। ওয়াকার পাক ক্রিকেটারদের সতর্ক করে দিয়ে জানান, দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে কঠিন শাস্তি পেতে হবে।



পাকিস্তানের সাবেক এ ফাস্ট বোলার বলেন, আমি পরিস্কার করে জানিয়ে দিতে চাই, দলের মধ্যে কোনো বাজে আচরণ মেনে নেওয়া হবে না। যদি কোনো ক্রিকেটারের মনোভাবে সমস্যা থেকে থাকে তাকে বলবো নিজেকে পরিবর্তন করো, নয়তো দলের বাইরে থাকতে হবে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে পাকিস্তান দলের কিছু ক্রিকেটারের আচরণগত সমস্যা থাকায় ওয়াকার ক্রিকেট বোর্ডকে অবগত করেন। তারই প্রেক্ষিতে বোর্ড পাকিস্তানের কয়েক জন ক্রিকেটারকে সতর্ক করে দেন।

বাজে আচরণগত কারণে বাংলাদেশ সফরের তিন ফরমেটের কোনো স্কোয়াডেই ঠাঁই হয়নি পাকিস্তানের তারকা ক্রিকেটার মিডলঅর্ডার ব্যাটসম্যান উমর আকমলের। একই কারণে পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদকেও দুটি ফরমেটের স্কোয়াডে রাখা হয়নি।

এর আগে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটির চেয়ারম্যান হারুন রশিদ জানান, আমরা পাকিস্তানের সকল ক্রিকেটারকে তাদের আচরণের দিকে মনোযোগ দিতে বলেছি। বাজে আচরণের দায়ে কোনো ক্রিকেটারকে ছাড় দেওয়া হবে না।

আসন্ন বাংলাদেশ সফরটিকে নিজেদের জন্য চ্যালেঞ্জ মানছেন ওয়াকার। টাইগারদের সমীহ করে তিনি জানান, দেশের মাটিতে বাংলাদেশ বেশ কঠিন প্রতিপক্ষ। তবে, দলের নতুন ক্রিকেটারদের উপর আস্থা রাখছেন ওয়াকার।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।