ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ন: কালপাগে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, এপ্রিল ২১, ২০১৫
প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ন: কালপাগে রুয়ান কালপাগে

ঢাকা: প্রথম দুটি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে সফরকারীদের হারিয়ে হোয়াইটওয়াশের দারুণ এক সুযোগ বাংলাদেশ দলের সামনে।

শুধু হোয়াইটওয়াশের জন্য নয়, র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকতে প্রতিটি ম্যাচ জয়ই গুরুত্বপূর্ন বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন কোচ রুয়ান কালপাগে।  

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়ে কালপাগে বলেন, ‘আমাদেরকে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে হবে। তাই এখন সময়টা এক্সপেরিমেন্ট করার নয়। আমি মনে করি, বাংলাদেশের জন্য আগামীকালকের (বুধবার) ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, এভাবে ম্যাচ জিততে পারলেই আমরা র‌্যাঙ্কিংয়ে উন্নতি করবো। ’

বাংলাদেশের স্পিন বোলিং প্রসঙ্গে তিনি বলেন, ‘বোলিংয়ে আমাদের পেসার ও স্পিনাররা সম্মিলিতভাবে ভালো করছে। দল যখন ভাল করে তখন ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভালো করতে হয়। শেষ ম্যাচে তারা বেশ ভালো করেছে। সাকিব ও নাসির ব্যাটসম্যান হিসেবে খেললেও বেশ ভাল বোলিং করছে। এটা দলের জন্যে ইতিবাচক। সাব্বিরও বেশ ভালো বল করতে পারে। হয়তো সামনে তাকেও দেখতে পাব। ’

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘন্টা, এপ্রিল ২১, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ