ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠেই আমরা সব কিছুর জবাব দেব: পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
মাঠেই আমরা সব কিছুর জবাব দেব: পাপন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপে ‍দুর্দান্ত দাপট দেখিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ দল। এমন সাফল্যে পাল্টে গেছে বাংলাদেশের ক্রিকেটের দৃশ্যপট।

মাশরাফিদের লড়াকু মনোভাব দেখে বিশ্ব ক্রিকেটের বড় বড় দলগুলোও বাংলাদেশ সফর করতে উদগ্রীব।

বিশ্বকাপ-সাফল্যে বাংলাদেশের উপর অন্য দেশগুলোর পজিটিভ মনোভাবের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউতে বিশ্বকাপ-ফেরত বাংলাদেশ দলকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে পাপন বলেন, ‘ভারত-অস্ট্রেলিয়াসহ বড় দলগুলো এখন বাংলাদেশ সফর করতে চায়। অথচ আগে তাদের আমরা বলতাম ‘প্লিজ আসেন’। এখন তারাই আগ্রহ দেখাচ্ছে। ’

আগামী ১৩ এপ্রিল তিনটি ওয়ানডে একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে বালাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এই সিরিজে দেশের মাটিতে বাংলাদেশ ভালো খেলবে বলে আশা প্রকাশ করেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘এ বছর বাংলাদেশের অনেক খেলা। বিশ্বকাপে বাংলাদেশ দলের উদ্দীপনা দেখেছি। ঘরের মাঠেও এমন উদ্দীপনা দেখতে চাই। ’

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়েও ইঙ্গিত করেন পাপন। ভারত-বাংলাদেশ ম্যাচে বাজে আম্পায়ারিং নিয়ে সরাসরি কিছু না বললেও স্পষ্টত-ই হতাশা ঝড়ে তার কণ্ঠে।

পাপন বলেন, ‘বিশ্বকাপে আমাদের আরও দূর যাওয়ার কথা ছিল। তবে, বাংলাদেশ মাঠের লড়াইয়ে বিশ্বাস করে। মাঠেই আমরা সব কিছুর জবাব দেব। ’

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।