ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই রানে হারলো টাইগার যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
দুই রানে হারলো টাইগার যুবারা ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার সাত ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টি ম্যাচে মাত্র ২ রানে হেরেছে স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচে প্রোটিয়া যুবাদের দাঁড়াতেই দেয়নি নাজমুল হোসেন শান্তর দল।



তৃতীয় ম্যাচে হারলেও সিরিজে ২-১ তে এগিয়ে রয়েছে বাংলাদেশের যুবারা।

সোমবার (১৩ এপ্রিল) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রোটিয়া যুবারা তোলে ২২৯ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন চার নম্বরে ব্যাট হাতে নামা আবদু গালিয়েম। এছাড়া ৪০ রান করেন ওপেনার ভেরায়েন্নে। আরেক ওপেনার রিভালদো করেন ৩৬ রান। ডিন ফক্সক্রোফট ৩৬ ও পিটার উইলিয়াম করেন ২২ রান। সাত নম্বরে নামা ইব্রাহিম ১৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।

টাইগার যুবাদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সালেহ আহমেদ শাওন।

২৩০ রানের জয়ের টার্গেটে নেমে নির্ধারিত ওভার শেষে ২২৭ রান তুলেই থেমে যায় টাইগার যুবাদের ইনিংস। ৭ উইকেট হারিয়ে তারা এ রান সংগ্রহ করে।

টাইগাদের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার সাইফ হাসান। ১১২ বলে তিনটি চার আর দুটি ছয়ে সাইফ করেন ৭০ রান। এছাড়া দলপতি নাজমুল হোসেন ২৪ রান করে বিদায় নেন।

চার, পাঁচ আর ছয় নম্বরে নামা ব্যাটসম্যানরাও নিজেদের মেলে ধরেন। তবে, ভাগ্য সুপ্রসন্ন না থাকায় ২ রানে ম্যাচটি হারতে হয় স্বাগতিকদের। চার নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান করেন ৩০ রান।

আর পাঁচ ও ছয়ে নামা সাইফুদ্দিন ও মোসাব্বেক যথাক্রমে করেন ৩৬ ও ৩৫ রান।

এর আগে মিরপুরে প্রথম ম্যাচে পাঁচ উইকেটের জয় তুলে নেয় টাইগারা-যুবারা। আর দ্বিতীয় ম্যাচে ২০১৪’র বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪০ রানের বিশাল ব্যবধানে হারায় জাকির-শান্ত-মোসাব্বেকরা।

আগামী ১৫ এপ্রিল একই মাঠে দু’দলের মধ্যে চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১৮, ২১ ও ২৩ এপ্রিল সিরিজের শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৩ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।