ফতুল্লা থেকে: মোহাম্মদ হাফিজ (৮৫) আউট হওয়ার পর কিছুটা ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ১৮৫ রানের মাথায় হাফিজের বিদায়ের পর আরো পাঁচ উইকেটের পতন হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪৪ ওভার শেষে আট উইকেটে ২০৪ রান। ফাওয়াদ আলম ২৮ ও ইয়াসির শাহ ২ রানে ব্যাট করছেন।
বিসিবি একাদশের হয়ে শুভাগত হোম তিনটি উইকেট দখল করেন। এছাড়াও মোহাম্মদ শহীদ, মুক্তার আলী, জুবায়ের হোসেন ও সোহাগ গাজী একটি করে উইকেট লাভ করেন।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়।
বিসিবি একাদশে নাসির হোসেনের জায়গায় খেলছেন তামিম ইকবাল। অধিনায়কত্ব করছেন মুমিনুল হক। নাসিরের না খেলা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমেদ বাংলানিউজকে জানান, ‘নাসিরের ব্যাক আপ দলে আছে বলে তাকে খেলানো হয়নি। নাসিরের বদলে তামিমকে সুযোগ দেয়া হয়েছে। ’
বিসিবি একাদশে এই ম্যাচে রয়েছেন জাতীয় দলের পাঁচ ক্রিকেটার। এরা হলেন রনি তালকুদার, মুমিনুল হক, তামিম ইকবাল, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু।
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, রনি তালুকদার, লিটন কুমার দাস, মুমিনুল হক (অধিনায়ক), শুভাগত হোম, সোহাগ গাজী, আল আমিন হোসেন, তামিম ইকবাল, আবুল হাসান রাজু, সাব্বির রহমান, মো: শহীদ, মুক্তার আলী, তাইজুল ইসলাম ও জুবায়ের হোসেন।
পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ, সামি ইসলাম, সরফরাজ আহমেদ, আজহার আলী (অধিনায়ক), আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সাদ নাসিম, আসাদ শফিক, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, ইয়াসির শাহ, সাঈদ আজমল, রাহাত আলী, ফাওয়াদ আলম ও এহসান আদিল।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘন্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকে/আরএম
** টাইগারদের দ্বিতীয় উইকেট শিকার
** পাকিস্তানের প্রথম উইকেটের পতন
** ব্যাটিংয়ে পাকিস্তান, বিসিবি একাদশে নাসিরের বদলি তামিম