ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুশ্চিন্তা রয়েই গেল ওপেনিংয়ে

সাজ্জাদ খান, স্পোর্টস করেপসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
দুশ্চিন্তা রয়েই গেল ওপেনিংয়ে ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: বিশ্বকাপে অসাধারণ দলগত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। তবে ওপেনিং জুটি বার বার ভুগিয়েছে দলকে।

ওপেনারদের মধ্যে উল্ল্যেখ করা মতো স্কটল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালের ৯৫ রানের ইনিংসটি।   এটুকু ছাড়া বলার মতো কোনো ইনিংস খেলতে পারেন নি বাংলাদেশের ওপেনাররা।

তাই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগে নির্বাচকদের বেশী ভাবতে হয়েছে তামিম ইকবালের সঙ্গী নির্বাচন নিয়ে। প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগে ব্যাটে রান থাকায় ডানহাতি ব্যাটসম্যান রনি তালুকদারকে বেছে নেয় নির্বাচকরা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়া নিয়মিত ওপেনার এনামুল হক বিজয়েরর জায়গায় রনিকেই বেছে নেয় ফারুক আহমেদের নির্বাচক প্যানেল।

নির্বাচকদের বিবেচনাকে প্রমাণ করতে বুধবার ফতুল্লায় পাকিস্তানের বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলতে নামে বিসিবি একাদশ-যেখানে ছিলেন জাতীয় দলের পাঁচ ক্রিকেটার। সদ্য বাদ পড়া ইমরুল, আল-আমিন, তাইজুল, জুবায়েররাও ছিলেন দলে।

এই ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল নাসির হোসেনের। কিন্তু ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে গিয়ে দেখা গেল বিসিবি একাদশের জার্সি গায়ে ম্যাচ-পূর্ব ওয়ার্মআপ করছেন তামিম। জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ নিজেই ব্যাখ্যা করলেন, ‘‘নাসিরের ব্যাক-আপ খেলোয়াড় দলে আছে। তাই নাসিরকে খেলানো হয়নি। নাসিরের বদলে তামিমকে সুযোগ দেয়া হয়েছে। আর  মুমিনুল হক অধিনায়কত্ব করছে। ’

পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতির জন্য আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) ব্যর্থ হয়েছেন এই ওপেনার। ফাইনালে করেছেন মাত্র পাঁচ রান। ব্যাটে রান করে ফর্মে ফিরবেন- এ আশাতেই মূলত তামিমকে সুযোগটা দেয়া।  

ব্যাটে রান ফেরাতে বুধবার নির্বাচকরা যে সুযোগ দিলেন তা কাজে লাগাতে পারেন নি তামিম।   বাঁহাতি পেসার রাহাত আলীকে গালি ও পয়েন্টের মাঝখান দিয়ে দর্শনীয় দুটি বাউন্ডারী মারলেও ২৪ বল খরচায় মাত্র ৯ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।  

প্রস্তুতি ম্যাচ হলেও নিজেকে প্রমাণ করে পাকিস্তানের বিপক্ষে মূল সিরিজ শুরু করতে চেয়েছিলেন দলে ডাক পাওয়া নতুন ওপেনার রনি তালুকাদার। অথচ যেভাবে আউট হলেন তা দৃষ্টিকটুই ঠেকল।   জুনায়েদ খানের লেগস্টাম্পের উপরে করা সহজ বলটিতেই ক্যাচ উঠিয়ে দিলেন শর্ট লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ইয়াসির শাহ’র হাতে! ৯ বল খেলে কোনো রান না করেই ফিরলেন সাজঘরে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ। ম্যাচের গোড়াপত্তন যারা করবেন তারাই ফর্মহীনতায়।   হোম সিরিজের আগে ওপেনিংয়ে দুশ্চিন্তা রয়েই গেল টাইগার শিবিরে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।