ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কামাল পরবর্তী সভাপতি হতে পারেন শেঠি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
কামাল পরবর্তী সভাপতি হতে পারেন শেঠি মুস্তফা কামাল ও নাজাম শেঠি

ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কমিটির প্রধান নির্বাহি নাজাম শেঠি হতে পারেন আইসিসি’র অন্তবর্তী কালিন সভাপতি। এর আগে এ মাসের শুরুতে মুস্তফা কামাল সভাপতি পদ থেকে পদত্যাগ করলে জায়গাটি খালি থাকে।

ধারণা করা হচ্ছে দুবাইতে আইসিসি’র আগামী বোর্ড সভায় কামালের জায়গায় বসতে পারেন শেঠি।

শেঠি বর্তমানে পিসিবি’র চেয়ারম্যান পদেও আছেন। এর আগে কামাল দুই বছরের জন্য সভাপতি হলেও নির্ধারিত সময়ের আগে পদত্যাগ করেন। আর শেঠি যদি অন্তবর্তী কালিন সভাপতি হন তাহলে এ বছরের জুলাই পর্যন্ত মেয়াদ পাবেন।

এর আগে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের ম্যাচটির বিতর্কের জের ধরে আম্পয়ারিংয়ের কড়া সমালোচনা করেছিলেন কামাল। পরে ফাইনাল মঞ্চে তাকে অপসারণের কারণে সভাপতি পদ থেকে পদত্যাগ করেন কামাল।

এদিকে পরবর্তী অন্তবর্তী সভাপতি বাংলাদেশ থেকে হওয়ার কথা থাকলেও এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘আমরা এই ব্যাপারটি নিয়ে আলোচনা করেছি। তবে কেউ অন্তবর্তী সভাপতি হতে আগ্রহ দেখায় নি। ’

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।