ঢাকা: পাকিস্তান সিরিজের আগে অফ-ফর্মে ছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের এই ড্যাশিং ওপেনারকে নিয়ে দুশ্চিন্তা ছিল টাইগার শিবিরে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসানের কাছে প্রশ্ন ছিল-তামিমের আজকের ইনিংসটা তার দেখা সেরা একটি ইনিংস কী-না? জবাবে সাকিব বলেন, ‘যেভাবে তামিম ইনিংসটা বিল্ড করছে, আমার কাছে অসাধারণ লেগেছে। ও (তামিম) একটু প্রেসারে ছিল। কিন্তু ওর ব্যাটিং দেখে কখনোই মনে হয় নাই ও প্রেসারে আছে। তামিম তামিমের মতোই খেলেছে। ’
তামিমকে প্রশংসায় ভাসাতে গিয়ে মুশফিককে ভোলেননি সাকিব। মুশফিকের ব্যাটিংয়েরও প্রশংসা করেন তিনি।
মুশফিকুর রহিম এদিন খেলেন মাত্র ৭৭ বলে ১০৬ রানের ইনিংস। ৬৭ রানে বাংলাদেশের দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে তামিম-মুশফিক মিলে যোগ করেন আরও ১৭৮ রান।
তামিম-মুশফিকের জুটিকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মানছেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এ ম্যাচে তামিম-মুশফিক যেভাবে ব্যাটিং করেছে ওটাই আমাদের জয়ের টার্নিং পয়েন্ট, স্পেশালি পার্টনারশিপটা। ’
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৫
এসকে/এমআর