ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোথামের রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
বোথামের রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন ছবি: সংগৃহীত

ঢাকা: গতকাল অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন (৩৮৪)। এর আগে কিংবদন্তি স্যার ইয়ান বোথামের গড়া ৩৮৩ উইকেটের রেকর্ডটি এদিন ভাঙেন ‍অ্যান্ডারসন।



ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে রেকর্ড ভাঙতে হলে অ্যান্ডারসনের দুটি উইকেটের প্রযোজন ছিল। তিনি প্রথমে মারলন স্যামুয়েলসকে আউট করে বোথামের সঙ্গে রেকর্ডে ভাগ বসান। পরে ক্যারিবীয় অধিনায়ক দিনেশ রামদিনকে অ্যালিস্টার কুকের ক্যাচের ফাঁদে ফেলে রেকর্ডটি গড়েন।

এদিকে এটি ছিল অ্যান্ডারসনের ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। নিজের মাইলফলক এই টেস্টে রেকর্ড গড়তে পারায় ভিষণ উচ্ছাসিত ছিলেন তিনি। সেই সঙ্গে এদিন অ্যান্ডারসনের এই উদযাপন দেখতে মাঠে উপস্থিত ছিলেন তার পুরো পরিবার। আরো ছিলেন যার রেকর্ড ভাঙা হয়েছে সেই বোথাম।

উল্যেখ্য, ম্যাচে জয়ের কাছে গিয়েও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ইংলিশদের। ক্যারিবীয়দের শেষ ইনিংসে অলরাউন্ডার জেসন হোল্ডারের অভিষেক সেঞ্চুরিতে ম্যাচ বাঁচায় দলটি।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি আগামী ২১ এপ্রিল সেন্ট জর্জে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।